প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ৪:৫২:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিপিএলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুর রাইডার্সের কাছে পাত্তা পায়নি ফরচুন বরিশাল।মিরপুরে বর্তমান চ্যাম্পিয়নদের রীতিমতো উড়িয়ে দেয় রংপুর।একপেশে ম্যাচে আট উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে তারা।এতে বিপিএলে টানা তিন ম্যাচে তিন জয় তুলে শীর্ষস্থান মজবুত করল রংপুর।

ম্যাচ জিতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বরিশালকে খোঁচা মেরে একটি ছবি ও ক্যাপশন পোস্ট করে রংপুর।ছবিতে দেখা যায়,রংপুর বার্তা নামক একটি পত্রিকার কাটিং।ছবির একপাশে রংপুরের ক্রিকেটাররা,আরেক পাশে ডুবন্ত একটি লঞ্চ।শিরোনামে লেখা— ‘বরিশালের লঞ্চে ধাক্কা,আতঙ্কে যাত্রীরা।’
শুধু তাই নয়,ছবির ক্যাপশনেও মজা করেছে রংপুর।জুলাই অভ্যুত্থানের পর ভাইরাল হওয়া একটি বাক্য দিয়েছে সেখানে। তারা লিখেছে— ‘জার জার ওবস্তান থেকে পালাও…’
রংপুর অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছে,এটি নিছক মজা করার উদ্দেশে দেওয়া পোস্ট।কাউকে ছোট করে দেওয়া নয়। ফরচুন বরিশালও বিষয়টি হালকাভাবে নিয়েছে।সেই পোস্টের কমেন্ট সেকশনে তারা লিখেছে— ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে,মনু।

















