প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ২:১২:০৬ প্রিন্ট সংস্করণ
উজিরপুর (বরিশাল)প্রতিনিধি।।বরিশালের উজিরপুরের হস্তিশুন্ড গ্রামে এক ব্যবসায়ীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ৯ ডিসেম্বর ভুক্তভোগী সৈয়দ মিরাজুল ইসলাম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত সৈয়দ আঃ রহিমের ছেলে সৈয়দ মিরাজুল ইসলাম এর বসতঘরে ৭ ডিসেম্বর সাড়ে ৮টায় অজ্ঞাতরা বসতঘরে আগুন দেয়। পরিবারের লোকজন টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের টীম আগুন নিয়ন্ত্রণ করে।ততক্ষণে বসতঘরের বাড়ান্দা পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
এব্যাপারে ভুক্তভোগী সৈয়দ মিরাজুল ইসলাম জানান,আমার স্ত্রী,সন্তান ও মা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বসতঘর থেকে বাহিরে বেড় হতে সক্ষম হয়।আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়েছে।অল্পের জন্য তারা প্রানে বেঁচে যায়।তবে ঘটনার সময় আমি বাড়িতে ছিলামনা।আমি সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এছাড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

















