জাতীয়

ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গণভোটকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্দেশনায় বলা হয়েছে,গণভোট চলাকালে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের পক্ষেই প্রচার, বক্তব্য বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

ইসি জানিয়েছে,সরকারি পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার রোধ এবং ভোটারদের স্বাধীন মত প্রকাশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কমিশন।

আরও খবর

Sponsered content