ইসলাম ও জীবন

ইসলাম ১৪ জন পুরুষের সাথে মেয়েটির চলার অনুমতি দিয়েছেন

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।আল্লাহ তায়ালা একজন মেয়েকে ১৪ জন পুরুষ (বাবা, দাদা, আপন ভাই, আপন চাচা এমন ১৪জন আছেন) ব্যতিত অন্য সকল পুরুষের দৃষ্টি-সঙ্গ-আলাপন প্রভৃতি থেকে নিজেকে হেফাজত তথা পর্দায় আবৃত করতে বলেছেন। এমনকি ঐ ১৪ জন পুরুষ, যাদের সাথে মেয়েটির চলার অনুমতি দিয়েছেন তাদের সাথে উঠাবসার ক্ষেত্রেও মেয়েটিকে সর্বোচ্চ শালীনতা তথা পর্দানশীল থাকতে বলেছেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন।

এখন আমার প্রশ্ন হচ্ছে- আল্লাহর এই নির্দেশ আজকাল আমরা কতটা পালন করছি? আর যদি না-ই পালন করি। আজ সীমালঙ্ঘনকারী হিসেবে পদে পদে ভয়াবহতা/নারকীয়তায় পর্যদুস্ত হলাম!

সম্প্রতি, নোয়াখালীতে গৃহশিক্ষক কর্তৃক ১৪ বছরের ছাত্রী ধর্ষণের পরবর্তী নারকীয় যে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এখান থেকে সমাজের পিতা-মাতা থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষেরই শিক্ষা নেয়ার আছে। পরিবারের মেয়ে/নারী সদস্যকে রক্ষায় আসুন আমরা শালীনতা চর্চা করি।

বন্ধু বা স্বজন সে আপনার যত কাছের-ই হোক না কেন; তাকে কখনোই আপনার ঘরের মেয়ে লোকদের সাথে উঠাবসা করাবেন না। বোনদের বলছি- ১৪ পুরুষ ব্যতিত যদি রাজপুত্রও এসে আপনার দুয়ারে কড়া নাড়ে আপনার উচিত হবে তার সাথে কর্কশ গলায় জবাব দিয়ে তাকে বিদায় করে দেয়া।

পরিশেষে, আমাদের সামাজিক জীবনে যদি এমন সংস্কৃতি গড়ে না ওঠে তবে আজ মেয়ে হয়ে আপনি যেমন নীরবে-নিভৃতে লাঞ্ছিত-নিপীড়িত নারকীয়তার শিকার হয়েছে চলেছেন, সুস্থ সংস্কৃতি গড়ে না উঠলে আপনার অনাগত/ বেড়ে ওঠা মেয়েটির দশাও আপনার চেয়ে ভিন্ন কিছু নয়।

আরও খবর

Sponsered content