প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:০৬:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবোদক।।ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন,তাদের দল ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে,তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে বাকি ২৬৮টি আসনে দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও জানিয়েছেন,এসব আসনে প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এবং কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
গাজী আতাউর রহমান এই তথ্য জানিয়েছেন আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল দলের নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে।
এই ঘোষণার মাধ্যমে দলটি নিশ্চিত করলো যে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থীরা পূর্ণ শক্তিতে প্রতিটি আসনে নির্বাচনী কার্যক্রম চালাবে।

















