আন্তর্জাতিক

ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি, জাতিসংঘের মহাসচিবের পূর্ন সমর্থন

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৩:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখা কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।

বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের বিবৃতির জন্য সদস্যদের সর্বসম্মতিতে সম্মতি প্রয়োজন।

বুধবার গুতেরেসকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।একই সঙ্গে তার ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে,যিনি ইরানের ভয়াবহ আক্রমণের সরাসরি নিন্দা করতে পারেন না,তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।

পোস্টে আরও বলা হয়,গুতেরেস এখন পর্যন্ত ৭ অক্টোবর হামাসের দ্বারা সংঘটিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা করেননি।তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেও ঘোষণা দেননি।

মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।গত সাত মাসের মধ্যে ইরানের চালানো এটি দ্বিতীয় হামলা।হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরান।

আরও খবর

Sponsered content