আন্তর্জাতিক

ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন-ইসরাইল

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৪:৪২:৪১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।চলতি বছরের জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া।তাকে হত্যার পেছনে ইসরায়েলকে দায়ী করেছিল ইরান।তবে সেইসময় সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল।অবশেষে হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

প্রতিবেদনে বলা হয়েছে,সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ এই কথা বলেন।সেইসঙ্গে নতুন করে তিনি হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন,এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে,আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি,আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি,আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি।

হুঁশিয়ারি দিয়ে কাৎজ বলেছেন,আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে কতল করব… যেমনটা আমরা তেহরান,গাজা ও লেবাননে হানিয়া,(ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি,ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।

আরও খবর

Sponsered content