সারাদেশ

ইসকনের ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি’র বহিষ্কার

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৪ , ৪:২০:৩০ প্রিন্ট সংস্করণ

0Shares

চট্টগ্রাম প্রতিনিধি।।সংগঠনকে না জানিয়ে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা ফিরোজ খানকে বহিষ্কার করা হয়েছে।তিনি নগরের ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার (১ নভেম্বর) এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করেন চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া।

চিঠিতে উল্লেখ করা হয়,দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর হিন্দু ধর্মের ইসকনের গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

এদিকে,মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে হিন্দু জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ।

মামলার বাকি আসামিরা হলেন- চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরের প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫)। এ ছাড়াও মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে,সোমবারের মধ্যে এই মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে রেখেছে হিন্দু জাগরণ মঞ্চ।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares