আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে-নেতানিয়াহু

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৫:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে,নেতানিয়াহু তার কেবিনেটে প্রতিরক্ষামন্ত্রীসহ গোয়েন্দাসংস্থা মোসাদের প্রধানের সঙ্গে গত রাতে দেখা করেছেন।সেখানে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়,ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে।

এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার।

এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।দেশটির সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।

বিবৃতিতে বলা হয়,ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে,বিবৃতিতে দাবি করা হয়েছে।

একই সঙ্গে ইসরায়েল জানিয়েছেন,গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

আরও খবর

Sponsered content