জাতীয়

ইফাত নামে আমার কোনো ছেলে নেই-এনবিআর কর্মকর্তা,মতিউর রহমান

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৫:৩১:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে নন।এমনকি ওই যুবক তার আত্মীয় বা পরিচিত নয়।

বুধবার দুপুরে সমকালকে এসব কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান।তিনি বলেন,ইফাত নামে আমার কোনো ছেলে নেই।এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান।একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।

মতিউর রহমান বলেন,সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত।আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাবো।

প্রসঙ্গত,ফেসবুকে ও কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়,১৫ লাখ টাকায় ছাগল কেনা ইফাতের বাসা ধানমন্ডি এবং তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে।

আরও খবর

Sponsered content