অপরাধ-আইন-আদালত

ইট চুরির মামলায় বরিশালের নরকাঠি গ্রামের মিন্টু জেলহাজতে

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম রবি॥ইট চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মিন্টু হাওলাদার (৪৮) গ্রেফতার করেছে বিএমপি বন্দর থানা পুলিশ।বরিশাল সদর উপজেলার নরকাঠি গ্রামের মৃত ওয়াদুদ হাওলাদারের ছেলে।শুক্রবার (২০ফেব্রুয়ারী) সাহেবের হাট বাজার থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের জানান দেয়।

জানা গেছে,গত ১৯ ফেব্রুয়ারী রাতের আঁধারে সাহেবের হাট বাজার ব্যবসায়ী অরুন হাওলাদারের ৪০ হাজার ইট চুরি করে নিয়ে যায় মিন্টু ওরফে চোরা মিন্টু।পরে এ ঘটনায় বরিশাল আদালতে অরুন হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করে।মিন্টুর বিরুদ্ধে এলাকায় অনেক চুরির অভিযোগ রয়েছে। এর পূর্বেও চুরি মামলায় জেল হাজতে ছিলেন অনেক দিন।

আরও খবর

Sponsered content