ইসলাম ও জীবন

ইউসুফ (আ.)-এর জীবনকাহিনী থেকে শিক্ষা: ষড়যন্ত্র নয়, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:৪৬:১৮ প্রিন্ট সংস্করণ

ইউসুফ (আ.)-এর জীবনকাহিনী থেকে শিক্ষা: ষড়যন্ত্র নয়, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত

মাজহারুল ইসলাম।।মানুষের জীবনে ষড়যন্ত্র,অবিচার ও সাময়িক বিপর্যয় নতুন কিছু নয়।ইতিহাসের পাতায় এমন অসংখ্য উদাহরণ রয়েছে,যেখানে মানুষের চক্রান্ত ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হয়েছে।এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইউসুফ (আ.)-এর জীবন।

ইউসুফ (আ.) ছিলেন ১১ ভাইয়ের একজন।তাঁর ১০ ভাই ঈর্ষা ও ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে কূপে নিক্ষেপ করে,উদ্দেশ্য ছিল তাঁকে চিরতরে ধ্বংস করে দেওয়া।আপনজনের হাতে এমন বিশ্বাসঘাতকতা মানসিকভাবে সবচেয়ে বেশি কষ্টদায়ক। কিন্তু সেই কূপই পরবর্তীতে ইউসুফ (আ.)-এর জীবনে পরিণত হয় সিংহাসনে পৌঁছানোর প্রথম ধাপে।

দাস হিসেবে বিক্রি হওয়া,কারাবাস—একটির পর একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হলেও ইউসুফ (আ.) ধৈর্য হারাননি।তিনি সবর ধারণ করেছিলেন এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস রেখেছিলেন।সময়ের ব্যবধানে সেই ইউসুফ (আ.)-ই পরিণত হন মিশরের প্রধানমন্ত্রীতে।

এই ঘটনাপ্রবাহ আমাদের একটি গভীর সত্য শেখায়—মানুষ পরিকল্পনা করতে পারে,ষড়যন্ত্র করতে পারে,কিন্তু শ্রেষ্ঠ পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ।যাদের আজ নিচে ফেলার চেষ্টা করা হচ্ছে,আল্লাহ চাইলে তাদেরই চোখের সামনে সম্মানের উচ্চ আসনে আসীন করতে পারেন।

আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ক্ষমা ও উদারতা। ক্ষমতার শীর্ষে পৌঁছেও ইউসুফ (আ.) তাঁর ভাইদের শাস্তি দেননি; বরং তাদের ক্ষমা করেছিলেন।এটিই প্রকৃত সফলতা ও মহান চরিত্রের পরিচয়।

অনেকের বর্তমান সময় হয়তো ইউসুফ (আ.)-এর সেই ‘কূপের সময়’-এর মতো অন্ধকার ও কষ্টকর মনে হতে পারে।তবে ইতিহাস সাক্ষ্য দেয়—এই অন্ধকার পথই অনেক সময় বড় কোনো অর্জনের দিকে নিয়ে যায়।

বার্তা একটাই—হতাশ হওয়ার কারণ নেই।সবর,বিশ্বাস ও সততা ধরে রাখলে আল্লাহর পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। ইনশাআল্লাহ,সুসময় আসবেই।

আরও খবর

Sponsered content