প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৩:০১:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ইউরোপের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভারতে গিয়ে সেসব দেশের দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হয়।কিন্তু ভারতে যাওয়ার ভিসা পেতে ধীরগতির কারণে সমস্যায় পড়েন বাংলাদেশিরা।এ কারণে ভিন্ন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,এটা সত্যি যে ইউরোপের বেশির ভাগ দেশের দূতাবাস ভারতে অবস্থিত।তবে ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১৩টি দেশের দূতাবাস রয়েছে।উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি ফিনল্যান্ড,অস্ট্রিয়া,পর্তুগাল,গ্রিস—এই চারটি দেশের ভিসার জন্য আবেদন করেছেন।ঢাকায় ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এসব দেশের দিল্লির দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ওইসব দেশের দূতাবাসকে অনুরোধ করা হয়েছিল।এছাড়া,ওইসব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কার্যকর বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে।বারবার অনুরোধের পরও তারা বিকল্প বিষয়ে অপারগতা প্রকাশ করে।তবে,পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখতে পেয়েছি।’
এছাড়া,বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে দিল্লিতে বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনও দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাসকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন,এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে।সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে।চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,আগামী জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী।’
















