জাতীয়

ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগ

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৩:০৩:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

এছাড়া নির্বাচিত পরিষদের শপথের ১০ কর্মদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে।

ইউনিয়ন পরিষদের ‘সচিব’ পদটি পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন,নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হলে নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সরকার কর্তৃপক্ষ নিয়োগ করতে পারবে।যিনি দায়িত্বে থাকবেন তার পরিবর্তে প্রশাসক নিয়োগ করা হবে।

কারণ হিসেবে তিনি বলেন,অনেকে মামলা করে পদে থাকেন। এজন্য পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,আগে গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করার বিধান ছিল।এখন সেটি ১০ কার্যদিবস করা হয়েছে।

আরও খবর

Sponsered content