আন্তর্জাতিক

ইউক্রেনের তড়িঘড়ি করে ন্যাটোতে যোগ দেওয়ার অর্থ দাঁড়াবে বিশ্বযুদ্ধ-গুলিয়াস

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যে করেই হোক ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন।দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুদিন আগে ব্রিটেনে গিয়ে সেই বাসনার কথা পুনর্ব্যক্ত করে এসেছেন।

ইউরোপের দেশ হাঙ্গেরি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রত্যাশাকে সমর্থন করে না।তারা ইউক্রেনের জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইইউ দলে কিয়েভের সম্ভাব্য প্রবেশের কথা বলেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জারজেলি গুলিয়াস বৃহস্পতিবার সাংবাদিকদের এমন কথা বলেছেন। খবর তাসের।

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রত্যাশার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিশ্বের যেকোনো দেশ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে পারে।

এক্ষেত্রে গুলিয়াস সতর্ক করে বলেন,তবে এই মুহূর্তে ইউক্রেনের তড়িঘড়ি করে ন্যাটোতে যোগ দেওয়ার অর্থ দাঁড়াবে বিশ্বযুদ্ধ।’

ইউক্রেনের ইইউ’র সদস্যপদ পাওয়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন,এক্ষেত্রে কিয়েভকে অবশ্যই জাতীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে হবে বিশেষ করে ট্রান্স-কার্পাথিয়ান অঞ্চলে বসবাসকারি ইউক্রেনের হাঙ্গেরীয়দের।

আরও খবর

Sponsered content