আন্তর্জাতিক

ইউক্রেনের একটি গ্রাম দখল করেছে-রাশিয়া

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৪ , ৫:৪৪:৪৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি গ্রাম দখল করেছে রাশিয়া। রবিবার (১৭ মার্চ) গ্রামটি নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে অবস্থিত মিরনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনাবাহিনী।

প্রতিবেদন থেকে জানা গেছে,গত বছরই দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলটি ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের বৃহৎ পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। ২০২২ সালের ৪ মার্চ থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

গত ১৮ মাসে এটির বাহ্যিক পাওয়ার লাইন আটবার বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া এটিকে ডিজেল ব্যবহারে বাধ্য করছে রাশিয়া।

রাশিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তিনদিন ধরে চলা ভোট গ্রহণের আজ শেষ দিন। রাত আটটায় ভোটগ্রহণ শেষ হবে। আজই ফলাফল ঘোষণার আশা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছিল। রাশিয়ার দখলকৃত অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।

আরও খবর

Sponsered content