আন্তর্জাতিক

ইউএসএআইডি থেকে ৬ হাজার কোটি ডলার সহায়তা বাতিল

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৬:৫৪:৩০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘আমেরিকা প্রথম’ নীতির আওতায় ইউএসএআইডি থেকে ৬ হাজার কোটি ডলার সহায়তা বাতিল করেছেন।যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সহায়তায় গত বুধবার ৯২ শতাংশ অর্থ কমানোর সিদ্ধান্ত নিয়েছে,যার ফলে বিশ্বজুড়ে নানা স্বাস্থ্য সেবা প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত থেকে ইউএসএআইডি-এর জন্য অর্থ ছাড়ের সময়সীমা স্থগিত করার আবেদন জানিয়েছিল,যা সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে ১৫০ কোটি ডলার সহায়তা বর্তমানে ইউএসএআইডি পাবে না।

বিশ্বজুড়ে ইউএসএআইডি-র সহায়তায় থাকা হাসপাতাল, এইডস, টিবি ও এইডস প্রকল্পগুলি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও কম্বোডিয়া, আফ্রিকা সহ অন্যান্য দেশগুলোতে যেসব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প চলছিল, সেগুলোর অর্থায়ন বন্ধ হয়ে গেছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

আরও খবর

Sponsered content