লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

আসন দাবিতে বাস্তবতা বনাম কল্পনা

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৯:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ

আসন দাবিতে বাস্তবতা বনাম কল্পনা

মাজহারুল ইসলাম।।বরিশাল–৫ (সদর) আসন কেয়ামতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে কিনা—এই প্রশ্ন এখন আর রাজনৈতিক কৌতুক নয়,বরং বাস্তব বিশ্লেষণের অংশ।যেখানে একটি আসন জয়ের ন্যূনতম বাস্তব সম্ভাবনাও দৃশ্যমান নয়,সেখানে ১৪৩টি আসন ‘নিশ্চিত’ পাওয়ার দাবি রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে নয়,বরং কল্পনাবিলাসের সঙ্গেই বেশি সামঞ্জস্যপূর্ণ।

রাজনীতি কোনো ওয়াজের মিম্বর নয় যে আবেগের জোরে শ্রোতা পাওয়া যাবে।এটি ভোটের অঙ্ক,মাঠের সংগঠন ও জনসম্পৃক্ততার হিসাব।বরিশাল অঞ্চলে ইসলামী আন্দোলনের অতীত নির্বাচনী ফলাফল,সাংগঠনিক শক্তি এবং ভোটব্যাংকের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়—দলটি এখনও প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে পৌঁছায়নি।সে অবস্থায় বড় পরিসরের আসন দাবি রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করার শামিল।

এই অতিরঞ্জিত দাবির ফল হয়েছে উল্টো।শক্ত অবস্থানে থাকার বদলে দলটি দরকষাকষির টেবিলেই দুর্বল হয়ে পড়েছে। জোট রাজনীতিতে ছাড় পায় তারা,যারা মাঠে শক্তিশালী। যারা সংখ্যার রাজনীতিতে প্রমাণ দিতে পারে। এখানে নৈতিক উচ্চারণ বা আদর্শিক দাবি দিয়ে আসন আদায় হয় না।

বিশ্লেষকদের মতে,বাস্তব শক্তিমত্তার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আসন দাবি জোটের ভেতরে অবিশ্বাস সৃষ্টি করে।সেই অবিশ্বাসই শেষ পর্যন্ত জোট ভাঙনের বীজ বপন করে। ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

রাজনীতিতে কল্পনা দিয়ে হিসাব কষলে ফলাফল হয় শূন্য। বরিশাল–৫ তো দূরের কথা—এভাবে চললে জাতীয় রাজনীতিতেও দলটির অবস্থান আরও প্রান্তিক হয়ে পড়ার আশঙ্কাই বেশি। সময় এসেছে স্বপ্ন নয়,বাস্তবতার রাজনীতি শেখার।

রাজনীতি নির্মম—এখানে বিশ্বাস নয়,প্রমাণই শেষ কথা।

সাংবাদিক, লেখক ও কলামিস্ট

আরও খবর

Sponsered content