ইসলাম ও জীবন

আল জাজিরা: জন্মের আগেই কোরআনের হাফেজ শিশু!

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৪:১০:২৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আল জাজিরা সম্প্রতি প্রকাশ করেছে এক বিস্ময়কর খবর,যেখানে মাত্র ২ বছর বয়সী শিশু হাফেজ মোঃ ইয়াহিয়া আমীন এমন বিশেষ ক্ষমতার অধিকারী যে,তিনি মায়ের পেট থেকেই কোরআনের হিফজ শুরু করেছিলেন।

শিশুটির মা স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে তার সন্তান কোরআনের হাফেজ।স্বপ্নে শিশু ইয়াহিয়া কোরআনের আয়াত পড়ছিলেন এবং মা তা স্পষ্টভাবে অনুভব করেন।সন্তান জন্মের পর তার আচরণ ও প্রতিক্রিয়া এটিকে আরও নিশ্চিত করেছে—কুরআনের তিলাওয়াত শুনলে শিশুটি শান্ত হয়ে যায় এবং বিশেষভাবে প্রতিক্রিয়া দেখায়।

বিশেষজ্ঞরা এটিকে আল্লাহর কুদরতের এক অলৌকিক নিদর্শন হিসেবে দেখছেন।তারা মনে করছেন,শিশুটির এই ব্যতিক্রমী প্রতিভা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মর্যাদা।ইসলামি ইতিহাসে এমন ঘটনা বিরল,তাই এটি মুহূর্তেই সামাজিক ও ধর্মীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই ঘটনা মুসলিম সমাজকে মনে করিয়ে দিচ্ছে—গর্ভাবস্থায় মায়ের আমল ও কোরআনের প্রতি নিষ্ঠা সন্তানের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

আরও খবর

Sponsered content