প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ (১৩ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন,যা তাত্ক্ষণিকভাবে তার অনুসারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি তার পোস্টে জানান,যে চিত্রগুলো গতকাল দেখানো হয়েছিল,তা আয়না ঘরের আসল চিত্র নয়।এ কথা বলার মাধ্যমে ইলিয়াস, আসলে কিসের প্রতি ইঙ্গিত করেছেন,তা নিয়ে এখন জল্পনা শুরু হয়ে গেছে।

এছাড়া,তিনি আরও জানান,আজ রাতে বন্দিরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।এই ঘোষণাটি সবাইকে আরও বেশি কৌতূহলী করে তুলেছে,কারণ ইলিয়াস এর আগে এমন কোন ইঙ্গিত দেননি যে,বন্দিরা বা অন্য কেউ এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবে।

আলোচনা এখন এদিকেই ঘুরছে যে,বন্দিরা আসলে কী গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য ইলিয়াসকে জানাবে এবং তার পোস্টের মাধ্যমে কি তারা একটি বড় এবং চাঞ্চল্যকর বিষয় উন্মোচন করতে যাচ্ছেন?এ বিষয়টির পুরোপুরি উন্মোচন হওয়া পর্যন্ত অনুসারীরা অপেক্ষা করছে,কারণ তাদের মনোযোগ এখন একেবারে কেন্দ্রীভূত হয়েছে এই পোস্টের উপরে।















