জাতীয়

আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১:৩৯:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়।কোনও বিশ্বনেতার সঙ্গে নিজের তুলনা না করে ‘বঙ্গবন্ধুর কন্যা’ হিসেবেই নিজেকে পরিচিত করতে চান ।

শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত রুট উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ’আমি বঙ্গবন্ধু কন্যা সেটাই আমার পরিচয়। আর কিছু না’— কথাগুলো বলার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে মেট্রোরেলের বগি।মেট্রোরেলে করে যাত্রা শুরুর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ হয় সাংবাদিকদের।অনেক বিশ্বনেতাদের মতো বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীকে।কিন্তু তিনি কার সঙ্গে নিজের মিল পান,জানতে চাইলে তিনি বলে ওঠেন,’আমি বঙ্গবন্ধু কন্যা,সেটাই আমার পরিচয়।

প্রধানমন্ত্রী বলেন,আমার আমিত্ব বলে কিছু নেই।কারণ আমি নিজেকে উৎসর্গ করেছি এদেশের মানুষের কল্যানে।মানুষ যখন ভালো থাকে ওটাই আমার সব থেকে বড় আনন্দ।আমার মনে হয় আমার বাবার আত্মাটাও শান্তি পাবে।’এই যে এতো সাহস এবং শক্তি,এটার উৎস কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘মুজিব কন্যা হিসেবে,সেটাই আমার বড় উৎস।আমি জাতির পিতার কন্যা।বাংলাদেশের জনগণ তারাই আমার উৎসের আধার।’

জাতি নতুন কিছু পেতে চাচ্ছে কিনা প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি,এখন লক্ষ্য স্মার্ট জনগণ করে তোলা।শিক্ষা-দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই।দেশকে উন্নত করতে চাই।সেই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা তৈরি করেছি।বাংলাদেশ কারও কাছে হাত পাতবে না, সম্মানের সাথে চলবে।কারণ জাতির পিতার নেতৃত্বে মুক্তিযদ্ধে বিজয় অর্জন করেছি।বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলবো।’

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও টু মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর আধুনিক এই নগর গণপরিবহনে চেপে বসেন প্রধানমন্ত্রী।মাত্র ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান তিনি।মতিঝিল স্টেশনে নেমে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় জনসভার উদ্দেশে রওনা দেন তিনি।

উল্লেখ্য,মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা।এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের।উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া গুণতে হবে ১০০ টাকা।অবশ্য শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল থামবে না। চলবে সকাল থেকে রাত অবধি।

আরও খবর

প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ-সংস্কার কমিশন

উপসচিব পর্যায়ে ক্যাডার বহির্ভূতদের (নন-ক্যাডার) জন্য মোট ৮১ পদ সংরক্ষিত থাকবে

পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন ঢাকার প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে-রিজওয়ানা হাসান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের কাছে প্রধানমন্ত্রীর উত্তরের চিঠিটি হস্তান্তর করেছেন-পররাষ্ট্রমন্ত্রী,ড. এ কে আব্দুল মোমেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন-পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

সচিবালয়ের সব গেট বন্ধ করে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে

Sponsered content