খেলাধুলা

আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না-সাকিব আল হাসান

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ১২:০৪:০৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।মাত্র ১ দিনের জন্য গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।বুধবার (৪ জানুয়ারি) দায়িত্ব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব।সেখানে আসন্ন বিপিএল নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সাকিব।

বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন?এমন প্রশ্নের উত্তরে সাকিব জানান,সর্বোচ্চ ১ থেকে ২ মাস সব পরিবর্তন করবেন। তিনি বলেন, ‘আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের,আমার বেশিদিন লাগবে না।আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম।খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘নায়ক’ এর প্রসঙ্গে টেনে সাকিব আরও বলেন,‘নায়ক মুভিতে দেখেছেন না ১ দিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে।যে পারে সে সবসময়ই করতে পারে।’

চলতি বিপিএলের সিইও হলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন,‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে।ফ্রি টাইমে বিপিএল হবে,সব আধুনিক টেকনোলজি থাকবে।ব্রডকাস্ট ভালো থাকবে হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares