প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৬:০৭:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ইআরআইএর চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা বিগত দিনে খুব বেশি যোগ্যতাসম্পন্ন শিক্ষক পাইনি। ২০০১-২০০৬ মেয়াদে আমরা ক্ষমতায় থাকতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠার পর কোয়ালিটি শিক্ষক পেয়েছি।

শনিবার হাজারো শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে চাঁদপুরের কচুয়ার নূরুল আজাদ কলেজে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) বিশাল মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন এ কথা বলেন।কয়েকহাজার শিক্ষার্থী ও শিক্ষকের মিলনমেলা বসেছিলো আজাদ কলেজ প্রাঙ্গণে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন,আওয়ামী লীগের সরকার সমবণ্টনে বিশ্বাসী ছিলো না।কেনো যেনো তারা গ্রামের লেখাপড়াকে উপেক্ষা করেছে।এই যে শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি।আমি প্রথম শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করেছিলাম।কারণ আমি চেয়েছিলাম যারা শিক্ষক হবেন তারা যেনো যোগ্যতাসম্পন্ন হন।সে জন্য আমি চেষ্টা করেছিলামা যারা শিক্ষক হবেন তারা যেনো পরীক্ষার মাধ্যমে একটি লাইসেন্স পান।যেটি পাওয়ার পর শিক্ষকতা করতে পারবেন।শিক্ষকের কোয়ালিটি ইমপ্রুভ না করলে তো শিক্ষার্থীরা ভালো করতে পারবেন না।
তিনি বলেন,মেধার মূল্যায়ন না হওয়ায় শিক্ষার্থীরা বিদেশে থেকে যায়।সরকার ব্রেইন ড্রেন ঠেকাতে না পারলে মেধা শূন্যতায় ভুগবে দেশ।এটার ওপরে প্রচুর গবেষণা রয়েছে ইআরআইএর।












