রাজনীতি

আপাতত খালেদা জিয়ার লন্ডন যাওয়া হচ্ছে না-আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৫:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া আবারও থমকে গেছে।আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী,তার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আপাতত ঢাকায় আসছে না। ফলে অন্তত আজ বা আগামীকাল তাকে বিদেশে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিদেশি অপারেটর প্রতিষ্ঠানটি পূর্বনির্ধারিত ফ্লাইট স্লট বাতিলের জন্য আবেদন করেছে।এর ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নেমে রোগী নেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। প্রক্রিয়া সংক্রান্ত নথি এখন পর্যালোচনায় রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে চিকিৎসক দল জানায়,খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেলেও দীর্ঘ আকাশযাত্রার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি এখনো “ফ্লাই করার জন্য ফিট” নন। মেডিকেল বোর্ড মনে করছে,তার বর্তমান শারীরিক সক্ষমতা আন্তর্জাতিক ফ্লাইট সহ্য করার মতো পর্যাপ্ত নয়।তাই চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই বিদেশ যাত্রার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

এর আগে কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল।গত কয়েক দিন ধরেই বিভিন্ন সময়সূচি ঘোষণা ও বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।আজকের পরিবর্তিত পরিস্থিতি আরও একবার স্পষ্ট করল—খালেদা জিয়ার বিদেশ যাত্রা এখনই হচ্ছে না।

বিএনপি নেতৃত্ব বলছে,তারা কেবল চান খালেদা জিয়া যেন সর্বোচ্চ চিকিৎসা পান।এদিকে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও সবশেষ অবস্থা বলছে—চিকিৎসকদের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া এগোবে না।

পরবর্তী আপডেট চিকিৎসক দল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেই পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

আরও খবর

Sponsered content