প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৪:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন,আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা যাতে না নেওয়া হয়,সে বিষয়ে আমার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হয়েছে। আজকে (রবিবার) যেহেতু অফিস বন্ধ, আগামীকাল সোমবার অফিস খোলার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে যাবেন আশা করি।

রবিবার (১৩ অক্টোবর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে,গ্রেফতার হচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘নোয়াখালীর সোনাইমুড়িতে ঘটনাটি ঘটেছে।আমি দেখার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি।সেখান থেকে জেনেছি থানায় লুটপাটের অভিযোগে তাদের মূলত গ্রেফতার করা হয়েছে। সেটাকে উচ্চপর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে দেখে, সেজন্য কথা বলেছি।আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রেস রিলিজ আসবে।’
তিনি আরও বলেন,যেসব পুলিশ সদস্য জুলাই গণঅভ্যুত্থানে হত্যার সঙ্গে জড়িত,আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে—তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত,ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী থানা-পুলিশের এক কনস্টেবলকে হত্যার অভিযোগে এক কিশোর ও দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।এতে তিন জনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
উল্লেখ্য,৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ সময় পুলিশ কনস্টেবল মো. ইব্রাহিমকে হত্যা করা হয়।এ ঘটনায় ১৫ আগস্ট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার পুলিশের ব্রিফিংয়ে বলা হয়,মামলা তদন্তের একপর্যায়ে নাইম হোসেনকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার ইমাম হোসেনের কাছ থেকে নিহত পুলিশ কনস্টেবল ইব্রাহিমের ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়।ওই ফোনের মেসেঞ্জারে পুলিশ কনস্টেবলকে হত্যার স্বীকারোক্তিমূলক একটি ভয়েস রেকর্ড পাওয়া গেছে।
















