সারাদেশ

আড়াই কেজি ওজনের একটি বিশাল ইলিশ মাছ ১০হাজার ৪২ হাজার টাকায় বিক্রি

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যঘাটে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ বিক্রি হয়েছে রেকর্ড দামে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলীপুরের মনি ফিস আড়তে নিলামে মাছটি ১০হাজার ৪২ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজির দাম দাঁড়ায় ৩ হাজার ৫৫০ টাকা এবং একক মূল্যে মাছটির দাম হয়েছে ৮ হাজার ৭৫০ টাকা।

জেলে মাসুম বিল্লাহ জানান,সোমবার (৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের জালে মাছটি ধরা পড়ে।জাল তুলতেই বিশাল আকৃতির ইলিশ উঠে আসে।এরপর আজ দুপুরে বাজারে এনে নিলামে বিক্রি করেছি।

নিলামে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা।তিনি জানান, এত বড় ইলিশ বাজারে বিরল।এটি গাজীপুরে বসবাসরত এক প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানো হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান,বড় ইলিশের বাজারে আলাদা চাহিদা রয়েছে।বিশেষ করে প্রবাসীরা এমন মাছ কেনার আগ্রহ দেখান, তাই দাম প্রত্যাশার চেয়ে অনেক বেশি উঠে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর।এতে আয় বাড়ছে এবং বাজারেও ভালো মানের ইলিশ পাওয়া যাচ্ছে।

 

 

 

 

আরও খবর

Sponsered content