প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ৩:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস।ঈদুল আজহার ১০ দিনের ছুটির পর গতকাল ব্যাংক ও শেয়ারবাজার খুলেছে।দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে।

গত মাসে দীর্ঘদিন পর মুদ্রাবাজারে ডলারের আনুষ্ঠানিক দাম বেড়েছে।আজ ডলারের সর্বোচ্চ দর উঠেছে ১২৩ টাকা এবং সর্বনিম্ন দর ১২২ দশমিক ৯০ টাকা।আজ ডলারের গড় দাম ১২২ দশমিক ৯৫ টাকা।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। আজ বাজারে ইউরো,পাউন্ড,ইউয়ান,অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম বেড়েছে।অপরিবর্তিত আছে রুপি ও ইউয়ানের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।

















