প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ৬:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার,ব্যানার,ফেস্টুন, আলোকসজ্জাসহ বিভিন্ন প্রচার সামগ্রী নামানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আচরণবিধি মেনেই সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজেই নিজের পোস্টার ছিড়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌর এলাকায় নিজের পোস্টার সরান এই আইনজীবী।একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় সাঁটানো প্রচার সামগ্রী নামিয়ে ফেলতে নির্দেশ দেন।
শিশির মনির বলেন,‘যেহেতু এটা নতুন আইন বাংলাদেশে নতুনভাবে নির্বাচন হবে,সেহেতু আমাদের নিজের পোস্টার নিজেরাই নামিয়ে ফেলছি।শুধু এই জায়গায় না,দুই থানায় যেখানে পোস্টার,ব্যানার লাগানো হয়েছে আমরা নিজ দায়িত্ব সরিয়ে ফেলছি।’
জামায়াতের এই প্রার্থী বলেন,‘আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।যতক্ষণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব না,ততক্ষণ পর্যন্ত দেশ ঠিক করা কঠিন হবে।’

















