প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ৬:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশালে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।

মঙ্গলবার বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাসরেক ও সাধারণ সম্পাদক কিশোর কুমার দে স্বাক্ষরিত একটি চিঠি বিভাগীয় কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘট পালন করা হবে। বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও অভ্যন্তরীণ বাস টার্মিনাল রূপাতলী থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
তবে বিএনপি নেতা-কর্মীদের আভিযোগ ৫ নভেম্বর বরিশালে তাদের বিভাগীয় গণসমাবেশ বানচালের কৌশল এটি। এর আগে খুলনায়ও একই কৌশলে সমাবেশের দিনকে ঘিরে পরিবহন ধর্মঘট পালন করা হয়।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ আয়োজন কমিটির সমন্বয়কারী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন গণমাধ্যমকে বলেন, বাস মালিকরা এতদিন দেখেনি সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল করেছে। বিএনপির গণসমাবেশকে সামনে রেখে তাদের এ ধরনের উদ্যোগ অবশ্যই উদ্দেশ্যে প্রণোদিত। বিএনপির গণসমাবেশ ব্যাহত করার পাঁয়তারা করার জন্যই মূলত এই সমাবেশ।






