অপরাধ-আইন-আদালত

আগামী সোমবারের মধ্যে কর্মস্থলে যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৫:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক কাজী আবেদ হোসেনকে।তবে তিনি এখন পর্যন্ত সেখানে যোগদান করেননি। আগামী সোমবারের (২২ মে) মধ্যে কর্মস্থলে যোগদান না করলে তিনি স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়,জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ ডিসেম্বরের প্রজ্ঞাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক কাজী আবেদ হোসেনকে বিজেএমসির পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়।কিন্তু তিনি এখন পর্যন্ত বদলি করা কর্মস্থলে যোগদান করেননি।

এতে আরও বলা হয়,এ কর্মকর্তা আগামী ২২ মের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন।অন্যথায় ওই দিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

আরও খবর

Sponsered content