প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪৯:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে চাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।তবে আগমী অক্টোবর মাসের শুরুতে এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা।আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে এনটিআরসিএর নতুন সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন,দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি।পরীক্ষক-প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে দিয়ে যাচ্ছেন।আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে চাচ্ছি।
এদিকে এনটিআরসিএর পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন,আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি।যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চাননি তারা।
সোমবার সরেজমিনে এনটিআরসিএর কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে।এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে দ্যা
গত ১৫ মে ১৮তম ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ।এতে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ সাড়ে ৩ লাখ প্রার্থী।