প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৪:৫৬:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ মে) দুদক সূত্রে তথ্য জানা গেছে।
আজ সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা দুটি মামলা করেন।
মামলার এজহারে বলা হয়,দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮ কোটি টাকার সম্পদ অর্জনের সঠিক তথ্য দেখাতে পারেননি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক আকরাম ও তার স্ত্রী সুরাইয়া পারভীন।
আকরামের স্ত্রী কোনো কিছু না করলেও ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে হয়েছেন কোটিপতি।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে,মূলত আকরাম তার অবৈধ সম্পদের তথ্য গোপন করতেই স্ত্রীর নামে করেছেন বেনামী ব্যবসা প্রতিষ্ঠান।
















