রাজনীতি

আওয়ামীলীগের ১২০ জনেরও বেশী এমপি-মন্ত্রী গত ১৪ মাসে গ্রেপ্তার হয়েছে

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৯:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ ভারতে চলে যান।সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।অন্তর্বর্তী সরকার গঠনের পরে সারাদেশে কথিত সৈরাচার বিরোধী গ্রেফতার অভিযানে আওয়ামীলীগের ১২০ জনেরও বেশী এমপি-মন্ত্রী গত ১৪ মাসে গ্রেপ্তার হয়েছে।এছাড়াও লাখ লাখ তৃণমূলের নেতাকর্মীদের মব সন্ত্রাস করে কারাগারে প্রেরণ করেছে এই সাংবিধানিক অবৈধ সরকার।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রভাবশালী মন্ত্রী,প্রতিমন্ত্রী সহ আওয়ামীলীগ দলের প্রবীণ নেতা এবং একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য।
নিচে গ্রেপ্তারকৃতদের সম্পূর্ণ তালিকা তুলে ধরা হলোঃ-

গ্রেপ্তারকৃত সাবেক এমপি ও মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকাঃ-

১. মি. এম. আব্দুল লতিফ (৭০),চট্টগ্রাম-১১

২. মোহাম্মদ আলী (৭০), নোয়াখালী-৬

৩. মিসেস আয়েশা ফেরদাউস (৬৪), নোয়াখালী-৬

৪. সালমান ফজলুর রহমান (৭৪), সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১

৫. অ্যাডভোকেট আনিসুল হক (৬৯), সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৪

৬. অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (৪৫), সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর-৩

৭. বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু (৭৭), সাবেক ডেপুটি স্পিকার, পাবনা-১

৮. বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র সেন (৮৫), সাবেক পানিসম্পদ মন্ত্রী, ঠাকুরগাঁও-১

৯. ডা. দীপু মনি, অ্যাডভোকেট (৬০), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, চাঁদপুর-৩

১০. মি. আরিফ খান জয় (৫৩), সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী, নেত্রকোনা-২

১১. বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন (৭০), নেত্রকোনা-৫

১২. মি. আব্দুর রহমান বদি (৫৫), কক্সবাজার-৪

১৩. বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম (৭৪), সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৬

১৪. বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন (৮২), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বরিশাল-২

১৫. . এ. এস. এম. ফিরোজ (৭২), সাবেক চিফ হুইপ, পটুয়াখালী-২

১৬. মি. মো. সাদেক খান (৭১), ঢাকা-১৩

১৭. বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক (৭৭), সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১

১৮. বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুস সোবহান মিয়া (৬৮), মাদারীপুর-৩

১৯. বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু (৭৮), সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, কুষ্টিয়া-২

২০. বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি (৭৫), সাবেক বাণিজ্য মন্ত্রী, রংপুর-৪

২১. হাজী মোহাম্মদ সেলিম (৬৭), ঢাকা-৭

২২. আনোয়ার হোসেন (৮১), সাবেক পানিসম্পদ মন্ত্রী, পিরোজপুর-২ (অস্থায়ী জামিনে)

২৩. বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (৭৪), সাবেক নৌপরিবহন মন্ত্রী, মাদারীপুর-২

২৪. মো. মাজহারুল ইসলাম সুজন (৪৮), ঠাকুরগাঁও-২

২৫. মি. এ. বি. এম. ফজলে করিম চৌধুরী (৭১), চট্টগ্রাম-৬

২৬ . মো. নায়েব আলী জোয়ার্দার (৬৮), ঝিনাইদহ-১ (অস্থায়ী জামিনে)

২৭. মি. মো. শাহে আলম (৬৬), বরিশাল-২

২৮. প্রফেসর ফরহাদ হোসেন (৫৩), সাবেক জনপ্রশাসন মন্ত্রী, মেহেরপুর-১

২৯. বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর (৭৯), সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, নীলফামারী-২

৩০. অ্যাডভোকেট মো. মাহবুব আলী (৬৪), সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-৪

৩১. অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন (৭০), সাবেক রেলপথ মন্ত্রী, পঞ্চগড়-২

৩২. ইঞ্জি. এনামুল হক (৫৫), রাজশাহী-৪

৩৩. তৌফিক ইলাইহি চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ওক্ষণিক সম্পদ বিষয়ক উপদেষ্টা

৩৪. ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (৪৯), কুষ্টিয়া-৪

৩৫. মি. কাজী জাফরুল্লাহ (৭৮), ফরিদপুর-৪

৩৬. সুলতান মোহাম্মদ মনসুর
সাবেক এমপি, মৌলভীবাজার-২

৩৭. ডাঃ আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-৩

৩৮. কাজী মনিরুল হক মনু
সাবেক এমপি, ঢাকা-৫

৩৯. বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, (১২), নীলফামারী- ১

৪০. অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম (৬৭), সাবেক খাদ্যমন্ত্রী, ঢাকা-২

৪১. বিএম মোজাম্মেল হক, সাবেক এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

৪২. সিরাজুল ইসলাম মোল্লা এমপি
নরসিংদী-৩

৪৩. মি. আব্দুর রউফ (৭১), কুষ্টিয়া-৪

৪৪. মি. মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (৬৩), নোয়াখালী-৪

৪৫. আব্দুস সালাম মুর্শেদী (৬২), খুলনা-৪

৪৬. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (৫৩), সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী, ভোলা-৪

৪৭. মি. মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫০), রাজশাহী-৪

৪৮. মাসুদা সিদ্দিকী روزী (৫৯), মহিলা আসন-৩৪

৪৯. বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. দবিরুল ইসলাম (৭৬), ঠাকুরগাঁও-২

৫০. বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার (৭৫), সাবেক খাদ্যমন্ত্রী, নওগাঁ-১

৫১. সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ (৬৯), জামালপুর-৫

৫২.কবিরুল হক মুকতি, নড়াইল ২

৫৩. মি. মো. আসাদুজ্জামান আসাদ (৫৯), রাজশাহী-৩

৫৪. বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র চন্দ (৮০), সাবেক ভূমিমন্ত্রী, খুলনা-৫
৫৫. মিসেস উম্মে ফাতেমা নাজমা বেগম (৫২), মহিলা আসন-১২

৫৬. অ্যাডভোকেট মুহিবুর রহমান মানিক (৬৩), সুনামগঞ্জ-৫

৫৭. অ্যাডভোকেট মো. সুহরাব উদ্দিন (৬৯), কিশোরগঞ্জ-২

৫৮. বীর মুক্তিযোদ্ধা কৃষি বিজ্ঞানী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক (৭৫), সাবেক কৃষিমন্ত্রী, টাঙ্গাইল-১

৫৯. লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (৭৪), সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, গোপালগঞ্জ-১

৬০. মো. রাশিদুজ্জামান মোড়ল (৬৪), খুলনা-৬

৬১. বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার (৭৫), সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫

৬২. ইমরান আহমদ (৭৭), সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সিলেট-৪

৬৩. ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (৪৬), হবিগঞ্জ-৪

৬৪. অ্যাডভোকেট মো. জাকির হোসেন (৫৯), সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম-৪

৬৫. বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোশাররফ হোসেন (৮৩), সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, চট্টগ্রাম-১

৬৬. বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ (৭৮), সাবেক কৃষিমন্ত্রী, মৌলভীবাজার-৪

৬৭. অ্যাডভোকেট মো. শাহিদুজ্জামান সরকার (৭০), সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, নওগাঁ-২

৬৮. যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আর. এ. এম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী (৭০), সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩

৬৯. বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমির হোসেন আমু (৮৪), সাবেক শিল্প মন্ত্রী, ঝালকাঠি-২

৭০. কামাল আশরাফ খান ফোটন, এমপি, নরসিংদী-২

৭১. আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

৭২. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-৪, শিল্প মন্ত্রী। (কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ)

৭৩. সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী(১৪) -৩

৭৪. শাহ সারোয়ার কবির
গাইবান্ধা ২

৭৫. ওমর ফারুক সুমন এমপি
নওগাঁ-৬

৭৬. এম এ মান্নান এমপি
সুনামগঞ্জ – ৩
সাবেক পরিকল্পনা মন্ত্রী

৭৭. কাজী কেরামত আলী,‌এমপি,
সাবেক প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১

৭৮. মমতাজ বেগম
এমপি, ‌মানিকগঞ্জ-২

৭৯. সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়
মানিকগঞ্জ-১

৮০. সাবিনা আক্তার তুহিন
সাবেক মহিলা এমপি
ঢাকা

৮১. তামান্না নুসরাত বুবলি
সাবেক মহিলা এমপি
ব্রাহ্মণবাড়িয়া

৮২. ফয়জুর রহমান বাদল
এমপি
ব্রাহ্মণবাড়িয়া ৫

৮৩. সোলায়মান সেলিম এমপি
ঢাকা-৭

৮৪. বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর , বীর বিক্রম
ঝালকাঠি-১

৮৫. নাজনীন সুলতানা এমপি
সংরক্ষিত মহিলা আসন ,কুড়িগ্রাম

৮৬. রাগেবুল আহসান রিপু,
এমপি
বগুড়া-৬

৮৭. ইফতেখার উদ্দিন আহমেদ তালুকদার পিন্টু,
নেত্রকোনা-৩

৮৮. কাজিমুদ্দিন আহমেদ ধনু
এমপি, ময়মনসিংহ-১১

৮৯. মোঃ সানোয়ার হোসেন
এমপি, টাঙ্গাইল-৫

৯০. আব্দুল লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল-৪

৯১. ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু
এমপি, বরগুনা-১

৯২. জেবুন্নেছা আক্তার এমপি বরিশাল-৫

৯৩. আব্দুল মজিদ খান,
এমপি, হবিগঞ্জ -২

৯৪. আলী আজম মুকুল এমপি ভোলা -২

৯৫. আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ১

৯৬. শামীমা আক্তার খানম, সাবেক মহিলা এমপি

৯৭. ডাঃ সেলিনা হায়াৎ আইভি
মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

৯৮. চয়ন ইসলাম, এমপি,
সিরাজগঞ্জ -৬

৯৯. আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক স্থানীয় মাত্র সম্পদ মন্ত্রী,
সাবেক এমপি, সিরাজগঞ্জ- ৫

১০০. মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজী, ঝিনাইদহী-৩

১০১. মোরশেদ আলম, এম পি, নোয়াখালী- ২

১০২. সেলিনা ইসলাম
সাবেক মহিলা এমপি, কুমিল্লা

১০৩. ফয়সাল আহমেদ বিপ্লব, এমপি, মুন্সিগঞ্জ ৩

১০৪. ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
সাবেক এমপি

১০৫. আমিরুল আলম মিলন, এমপি
বাগেরহাটে-৪

১০৬. জাফর আলম, সাবেক এমপি
কক্সবাজার-১

১০৭. দীপঙ্কর তালুকদার, এমপি
রাঙামাটি

১০৮. এম এ জাহের, এমপি
কুমিল্লা-৫

১০৯. নাসিমুল আলম চৌধুরী, এমপি
কুমিল্লা-৮

১১০. রহীম উল্লাহ
সাবেক এমপি
ফেনী-৩।

১১১. আফজাল হোসেন, এমপি
কিশোরগঞ্জ-৫

১১২. লায়লা পারভিন সেজুতি
সংরক্ষিত মহিলা এমপি, সাতক্ষীরা

১১৩. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, চট্টগ্রাম- ১৫

১১৪. শফিকুল আলম অপু, এমপি, ঝিনাইদহ-২

আরও খবর

Sponsered content