রাজনীতি

আওয়ামীলীগের রাজনীতি স্হগিত যেকোনো সময় তুলে নেয়া হবে-মুহাম্মদ ইউনূস

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,আওয়ামীলীগকে নিষিদ্ধ বা তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি।কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে,যা যেকোনো সময় পুনরায় চালু হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন,কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আপাতত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। তবে তারা এখনো বৈধ একটি রাজনৈতিক দল।”

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারবে নির্বাচন কমিশন।কারণ নির্বাচন অনুষ্ঠান করছে কমিশনই,তাই তারাই বলতে পারবে কোন দল অংশ নিতে পারবে।”

আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন,আমি মনে করি না তাদের লাখ লাখ সমর্থক আছে।তবে সমর্থক যে আছে,তা অস্বীকার করা যায় না। তারা অন্য সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে।শুধু সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”

ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও দল হিসেবে তারা জনগণের সামনে সঠিকভাবে দাঁড়াতে পারেনি।তারা মানুষ হত্যা করেছে এবং কর্মকাণ্ডের কোনো দায় নেয়নি।বরং সব সময় অন্যকে দায়ী করেছে।”

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে আরও আলোচনা হয় জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা,রোহিঙ্গা সমস্যা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়ে।

সূত্র: জিটিও

আরও খবর

Sponsered content