অপরাধ-আইন-আদালত

আইসিটি আইনে মামলায় প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের অব্যাহতির চেয়েছেন-পুলিশ

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৫:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৩ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।রোববার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা যায়।

অপর দুই জন হলেন,পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও সহকারী ক্যামেরাম্যান (প্রতিবেদনে নাম উল্লেখ নেই)।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মিথ্যা এবং বানোয়াট তথ্য ও ছবিযুক্ত সংবাদ প্রকাশের মাধ্যমে তথ্যপাচার ও প্রকাশ করার অভিযোগে রাজধানীর রমনা থানার এ মামলাটি দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়,গত ১৪ নভেম্বর রাজধানীর রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির সিটিটিসির ইন্সপেক্টর আব্দুল্ল্যাহ আল মামুন।পরবর্তীতে ১ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ মিয়া মামলাটি পরবর্তী বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করেন।

মামলায় অভিযোগ সূত্রে জানা যায়,২০২৩ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি ফটোকার্ডে একজন দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করা হয়।কিন্তু সে উদ্ধৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয় এক শিশুর ছবি।দিনমজুরের উদ্ধৃতির সঙ্গে শিশুর ছবি প্রকাশের অসংগতির বিষয়টি তুলে ধরে ১৭ মিনিটের মধ্যেই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে সংশোধনী দেয় প্রথম আলো।

এ ঘটনায় ২০২৩ সালের ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক।এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়।

আরও খবর

Sponsered content