অপরাধ-আইন-আদালত

আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধান বিচারপতি,ওবায়দুল হাসান

  প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ৩:০০:২১ প্রিন্ট সংস্করণ

বগুড়া প্রতিনিধি।।প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‌‘ন্যায়বিচার পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের অধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন,ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ।

বুধবার (২৬ জুন) দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন,সাবেক প্রধান বিচারপতির উদ্যোগে ও প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে দেশের প্রতিটি আদালতে বিচারপ্রার্থী মানুষদের বসার জন্য বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে।এতে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব হবে। সরকারের অর্থায়নে এটি সুপ্রিম কোর্টের একটি অনন্য ও দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ।দেশের ৬৪ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।তারই একটি অংশ বগুড়ার ন্যায়কুঞ্জ।বগুড়ায় বিচারপ্রার্থীর সংখ্যা অনেক।যেসব বিচারপ্রার্থী বগুড়া জজ আদালতে আসেন,তারা যেন আরামে বসতে পারেন,সেজন্য এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।এক হাজার বর্গফুটের এই ন্যায়কুঞ্জে বিশ্রামের ব্যবস্থা আছে।এর মধ্যে দুটি শৌচাগার, একটি স্টোররুম,একটি মাতৃদুগ্ধ দান কেন্দ্র ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী,সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান,প্রধান বিচারপতির সফরসঙ্গী মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান,জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম শাহরিয়ার তুহিন জানান,বগুড়া আদালত চত্বরে ৫২ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content