প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১২:৫২:০১ প্রিন্ট সংস্করণ
ধামরাই(ঢাকা)প্রতিনিধি।।ঢাকার ধামরাই উপজেলায় অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে বেঁধে রেখে এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত রামরাবন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ,বেড়াতে এসে তারা ওই গ্রামের শান্তি রানী মনিদাসীর বাড়িতে অবস্থান করছিলেন।এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে স্বামীকে ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এবং তাকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।এ সময় ভুক্তভোগীর কানের দুল,গলার চেন ও হাতের বালাসহ প্রায় সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে স্বামী-স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়।শুক্রবার সকালে তারা বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু চন্দ্র মনিদাসের কাছে বিচার প্রার্থনা করেন।
এ ঘটনায় স্থানীয় মুসলিম সমাজে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

















