প্রতিনিধি ১ মে ২০২৫ , ৪:৪১:৪৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।অর্ন্তবর্তীকালীন সরকার অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পরিবারের সদস্যেদের পৈতৃক সম্পত্তি জব্দ করার দাবি করেছেন সজিব ওয়াজেদ জয়।বুধবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি বলেন,বাংলাদেশের আদালত একনায়কতন্ত্রের অধীনে আমার পরিবারের পৈতৃক সম্পত্তি জব্দ করার উদ্যোগ নিয়েছে।এর মধ্যে রয়েছে ‘সুধা সদন’।সেই বাড়ি আমার বাবা বহু বছর আগে নির্মাণ করেছিলেন।এই সরকারের শাসনের অধীন সন্ত্রাসীরা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এই বাড়িতে। এছাড়া ঢাকার বাইরের এমন সম্পত্তিও রয়েছে,যেগুলো বহু প্রজন্ম ধরে আমাদের পরিবারের অধীনে ছিল।এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো দুর্নীতির প্রমাণ,বিচার,দণ্ড বা ন্যায়বিচারের প্রক্রিয়া ছাড়াই।
তিনি আরও বলেন,বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই।ভবিষ্যতে যেকোনো সরকার যে কারও সম্পত্তি,এমনকি পৈতৃক সম্পত্তিও দখল করতে পারে।
আদালত সূত্রে জানা যায়,জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের বারিধারার চার কোটি ৯৮ লাখ টাকার বাড়ি রয়েছে।এছাড়া খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকার ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি রয়েছে।একই জায়গায় রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি রয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামে থাকা ২০ লাখ ৫০ হাজার টাকার ১৯ শতাংশ জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার পুতুলের ৫৭ লাখ টাকা মূল্যের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন একই আদালত। ১১ মার্চ জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।একই সঙ্গে শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা।পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থসংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
এরও আগে গত ৪ মার্চ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।১৮ মার্চ শেখ হাসিনা,বোন শেখ রেহানা,ছেলে সজীব ওয়াজেদ জয়,মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে।গত ৯ এপ্রিল শেখ হাসিনা,শেখ রেহানা,সজীব ওয়াজেদ জয়,সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
















