সারাদেশের খবর

অভিমানে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৩ , ২:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

শেরপুর জেলা প্রতিনিধি।।শেরপুর সদর উপজেলার কান্দাশেরী চরের মো শাহজাহান মিয়ার(৫৬) সন্তান বাবু মিয়া (১৯)মটর সাইকেল থাকা সত্বেও R15 মটরসাইকেল বাবার কাছে আবদার করেন।

পিতা শাহজাহান মিয়া জানায় যে,যখন যা চাইতো কম বেশি তাই পূরন করা হতো তার জন্য তার ছেলেকে মটরসাইকেল কিনে দিতে একটু সময় লাগবে,তবে অল্প কিছু দিনের ভিতর মটরসাইকেল কিনে দিতেন।

গত ৫ই জানুয়ারী ২০২৩ ইং এ তার নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।তার মা সেটি দেখে ফেলেন এবং তাকে রশি থেকে নামান।তবে সে তখনো জীবিত ছিলেন।

অতঃপর আহত অবস্হায় বাবু মিয়া (১৯) কে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল এ ভর্তি করা হয়।
৭ দিন বাবু মিয়া লাইফ সাপোর্টে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল বেঁচে ছিলেন।

আজ ১১/০১/২০২৩ সকাল ১১ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল ইন্তেকাল করেন।এবং চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরও খবর

Sponsered content