প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৫:২৭:৫২ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কাঁচপুর এলাকায় নদীর পূর্ব তীরে দ্বিতীয় দিনের মতো এই অভিযান পরিচালিত হয়।
এসময় নদীর জায়গা দখলের অভিযোগে দুটি চারতলা ভবন, আটটি স্থাপনা,ছয়টি টিনশেড ঘর ও তিনটি বাঁশের জেটিসহ ২১টি অবৈধ স্থাপনা এক্সকেভেটর (ভেকু) দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
এছাড়া,নদীতে অভ্যন্তরীণ নৌচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দুই ব্যক্তিকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সময় সংবাদকে বলেন,উচ্চ আদালতের নির্দেশে নদী দখলমুক্ত করতে আমরা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি।নদী পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।’
এর আগে গত বুধবার (২৬ জুলাই) কাঁচপুর এলাকায় শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।














