জাতীয়

অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায়-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা,ফরিদা আখতার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ২:৪৫:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,দেশে গরুর মাংসের চাহিদা অনেক।কিন্তু দাম একটু বেশী হওয়ায় অনেক দেশ বাংলাদেশে গরু রপ্তানি করতে চায়।

রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট (বিএলআরআই) ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণা সমুহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণার কর্মশালা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউট (বিএলআরআই) এর প্রকল্প পরিচালক সামাদসহ কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে অন্তবর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেন,বর্তমান সরকার সব দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখবে দুর্নীতির বিষয় দেখা বা সংস্কার করা এই অন্তবর্তীকালীন সরকারের কাজ তাই নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান না যেখানে দুর্নীতি সেখানেই ধরা হবে বলেও বলেন তিনি।

অপরদিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,সমাজের সবাইকে ভালো মানুষের মত মানুষ হবে হবে তাহলে দেশটা সুন্দর হবে।

আরও খবর

Sponsered content