প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৮:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কার্ড ও গাড়ির স্টিকার পেতে আর সশরীরে আবেদন করতে হবে না; সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।তিনি বলেন,এতদিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো।এতে সময়ের অপচয় এবং কমিশনের বাড়তি ব্যয় হতো।এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে।
মো. রুহুল আমিন মল্লিক জানান,এ জন্য একটি বিশেষ ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে।নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।
আবেদন করা যাবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ।আবেদনকালে অফিস প্যাডে করা আবেদনপত্রের কপি,আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
















