অপরাধ-আইন-আদালত

অতিরিক্ত সচিব নিজের এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ১:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নিজের এবং স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকার বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একজন অতিরিক্ত সচিব।

মঙ্গলবার ভাটারা থানায় তিনি এ জিডি করেন।অতিরিক্ত সচিবের নাম মো. তোফাজ্জল হোসেন।

জিডি সূত্রে জানা গেছে,মো. তোফাজ্জলের স্ত্রী নাজমুন নাহার (৪৭) বিয়াম মডেল স্কুল ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক।তিনি ২০০৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে কর্মরত।২০২১ সালে ওই প্রতিষ্ঠানটিতে সাজ্জাদুর রহমান অধ্যক্ষ হিসেবে যোগ দেন।

জিডিতে তোফাজ্জল হোসেন উল্লেখ করেন,সাজ্জাদুর রহমান যোগদানের পর থেকেই তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিষোদগার করে আসছেন।পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণও করেন।এমনকি কলেজ অধ্যক্ষ অহেতুক সন্দেহে তোফাজ্জল হোসেনের স্ত্রীর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ বিয়াম কর্তৃপক্ষকে দিয়েছেন।

তাতে অধ্যক্ষ সাজ্জাদুর রহমান সম্পূর্ণ মিথ্যাচার,আক্রোশমূলক ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ তোফাজ্জল হোসেনের।এ ঘটনায় তোফাজ্জল ও তার স্ত্রী ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জিডিতে উল্লেখ করেন।

আরও খবর

Sponsered content