সারাদেশ

৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার-শফিকুল ইসলাম

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৪:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ডিএমপির পুলিশ কমিশনার (জন্ম ৩০ অক্টোবর ১৯৬২) চুয়াডাঙ্গা জেলায়।তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

শফিকুল ইসলাম পুলিশে যোগদানের পর সৈয়দপুরে রেলওয়ে, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ,পটুয়াখালী, কুমিল্লা জেলা, সিলেটে অষ্টম এয়ারপোর্ট আর্মড পুলিশ, পুলিশ স্টাফ কলেজ ও চট্টগ্রামে দ্বিতীয় এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার ছিলেন।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, পরে কমিশনার এবং ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ছিলেন। তিনি অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেয়ে সন্ত্রাস বিরোধী ইউনিট, পুলিশের প্রধান কার্যালয় ও সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে ৩৪তম কমিশনার হিসেবে তিন(০৩)বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো।

আরও খবর

Sponsered content