প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৪:০৪:৪০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের জানাজা হবে শুক্রবার (২৬ আগস্ট)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তার মেয়ে আইরিন মাহবুব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আইরিন মাহবুব বলেন,আজ রাতের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বোন আফরিন মাহবুব ও কানাডা থেকে ভাই শোভন মাহবুব দেশে ফিরবেন।
শুক্রবার বায়তুল মোকাররমে বাবার জানাজা অনুষ্ঠিত হবে। বাবার ইচ্ছে ছিল রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তার দাফন হয়।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে, এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।সেখানে অনুমতি না পেলে মিরপুরে দাফন করা হবে।