সারাদেশ

সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠেছে এক মেম্বারের বিরুদ্ধে!

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৩:২৯:৩৪ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জ জেলার সিংগাইরে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠেছে এক মেম্বারের বিরুদ্ধে ।অভিযুক্ত মেম্বার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার ইদ্রিস মিয়া ।

জানা গেছে, আজ (৩০ আগষ্ট) বেলা দুপুরের দিষকে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের সরকারি তপসিল ভূমির জায়গার প্রায় ১০/১২টি গাছ ইদ্রিস মেম্বার নির্দেশ দিয়ে কাঁটান । যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা । এদিকে নিজেকে নির্দোস দাবি করে ইদ্রিস মেম্বার বলেন, সরকারি রাস্তা জনগণের যাতায়াতের সুবিধার্থে গাছগুলো কাঁটা হয়েছে । আমি গাছ বিক্রি করিনি ।

তালেবপুর ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা (নায়েব) আমিনুর রহমান গাছ কাঁটার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে এখনো নিশ্চিত হতে পারিনি । তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে ।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, গাছ কাঁটার বিষয়টি জানতে পেরেছি । তদন্ত করে অভিযুক্তদের ব্যবস্থা নেয়া হবে ।

আরও খবর

Sponsered content