প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ১:৫৮:৩০ প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি:-শার্শার বাহাদুরপুর ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০(দশ ) কেজি করে ১হাজার ৮শ’ ৭৫টি দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এ চাউল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আমির হোসেন, ইউপি সদস্য রুহুল আমিন, আলমগীর হোসেন, সুজন উদ্দীন, আজমান আলী, বখতিয়ার জামাল, কবির হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খাদিজা খাতুন, আনজুয়ারা, শিউলী বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।