প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ১০:৫০:৩৭ প্রিন্ট সংস্করণ
১! সুদের হার যাতে ইচ্ছামত কোনরূপ নোটিশ ছাড়া বাড়াতে না পারে তার অধিকার!
২!লোন টি variable হলে বাজারে সুদের হার কমানোর অধিকার থাকবে!
৩! সুদের হার কমানোর পর নোটিশ ছাড়া সুদের হার বাড়িয়ে না দেয়ার অধিকার!
৪! লোনটি এক Bank থেকে অন্য ব্যাংক অথবা এক লিজিং থেকে অন্য লিজিং বা আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে হস্তান্তর করার অধিকার!
৫! লোন হস্তান্তরের ক্ষেত্রে লিজিং বা আর্থিক প্রতিষ্ঠান যাতে অপ্রতিরদ্ধ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে তার অধিকার!
৬! মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই পুরা লোন পরিশোধ করার অধিকার!
৭! উপরোক্ত অধিকার সমূহ এবং ইহা লঙ্ঘনের ক্ষেত্রে ফলপ্রসূ প্রতিকার পাওয়ার অধিকার!
উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এখন অপ্রিয় হলেও সত্য ও বাস্তব কথাটি হলো উপরোক্ত অধিকার সমূহ আপনার থাকলেও একটি অধিকারও ব্যাংক, লিজিং কোম্পানি বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আপনাকে দিবে না!
আপনি আরও দেখবেন, বাজারে সুদের হার কমলেও আপনার সুদের হার বারবার অনুরোধ করার পরও ওরা কমাবে না!
যেহেতু শর্ত থাকে যে, লোনটি variable সুতরাং কোনরূপ পুর্ব নোটিশ না দিয়েই আপনি দেখবেন যে, পূর্ব থেকে বলবৎ করে আপনার সুদের হার বাড়িয়ে দিয়েছে!
আবার আপনি চাইলেও একত্রে বা কয়েকটি কিস্তিতে লোন টি পরিশোধ করতে পারবেন না! যদি আপনি পরিশোধ করতেই চান তাহলে দেখবেন ওরা আপনার early payment charge বাবদ একটি বড় অঙ্কের টাকা দাবি করবে। আমার মতে তাদের এই কার্যকলাপ কেবল অস্বাভাবিকই নয়, বরং ন্যায়বিচারের পরিপন্থীও বটে!
একবার যদি early payment মনে করেন, আপনি চাচ্ছেন যে একত্রে মূল লোন থেকে পরিশোধ করে লোন এর পরিমান কমিয়ে ফেলবেন তাহলে দেখবেন যে ওরা ৭ মাসের মধ্যে আপনাকে আর early payment করতে দিবে না!
এবার যদি আপনি লোনটি অন্য কোন ব্যাংক বা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে চান, তখন ও দেখবেন ওরা আপনাকে দরে রাখার জন্য লোন এর সুদের হার কমিয়ে দিয়েছে!
কিন্তু ২ মাস যেতে না যেতেই দেখবেন backdate দিয়ে পত্র ইস্যু করে সুদের হার আবার বাড়িয়ে দিয়েছে! এভাবে তারা আপনাকে নানাভাবে হয়রানি করে রক্ত চোশার মত আপনার কষ্টের উপার্জিত টাকা তারা ছিনিয়ে নিয়ে মহা শান্তিতে তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে!
এই বিষয় গুলি তো বাংলাদেশ ব্যাংকেরই দেখার কথা, কিন্তু কোথায়?
বি. দ্র : – ভ্যাট, ট্যাক্স কাস্টম, (জমি/প্লট /ফ্ল্যাট ও গাড়ি) ও চেক এর মামলা সহ যে কোন সিভিল ও ক্রিমিনাল মামলার আইনি জটিলতার সহজ ও সুষ্ঠু সমাধানের সহযোগীতায় এ. কে.” ল” এসোসিয়েটস
আরো বিস্তারিত জানতে
যোগাযোগ করুন
contacts no
01912100448 ও 01937770021