প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৬:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥র্যাবের অভিযানে ২ জন সাইবার অপরাধী গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকা থেকে মোঃ আবিদ হাসান (১৮) ও মোঃ আরমান শিকদারকে (১৯) ব্যাক্তিগত ভিডিও সহ গ্রেফতার করা হয়।
গতকাল শনিবার রাতে র্যাব-১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে মোঃ আবিদ হাসান সুকৌশলে তার এক নিকটাত্মীয়ের মোবাইল ফোন থেকে ওই আত্মীয়ের ব্যক্তিগত ভিডিও ক্লিপ নিয়ে নেয় এবং তার বন্ধু মোঃ আরমান শিকদার এর সাহায্যে উক্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছিল।
মোঃ আবিদ হাসানের পিতার নাম মোঃ আনোয়ার হোসেন। বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মুসলিমনগর এবং মোঃ আরমান শিকদারের পিতার নাম মোঃ বাবুল শিকদার। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসাড়া (দক্ষিণ) গ্রামে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।