সারাদেশ

মেহেন্দীগঞ্জে পৌর কাউন্সিলর সোহেল মোল্লাসহ চারজন কারাগারে

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৫:১২:১৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশালে ছাত্রলীগ কর্মীদের হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর কাউন্সিলরসহ চারজনকে।

বরিশালের বিচারিক হাকিম শারমিন সুলতানা সোমবার আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন মেহেন্দীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা এবং মো. মিরাজ, মো. জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপন।

আদালতের জিআরও এসআই কাইয়ুম এসব নিশ্চিত করেছেন।

মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে ছাত্রলীগের চার কর্মীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় জানিয়ে স্থানীয় ছাত্রলীগ কর্মী ইমরান খান থানায় মামলা করেন। তাতে কাউন্সিলরকে প্রধান আসামি করা হয়। আরও ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামির তালিকায়।

এজাহারের বরাতে ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে কাউন্সিলর সোহেল মোল্লার নেতৃত্বে কয়েকজন রোববার দুপুরে ছাত্রলীগ কর্মী রিমনকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপর তারা হাসপাতালে গিয়েও হামলা চালায়। সেখানে ছাত্রলীগের আরও কয়েকজন কর্মীকে কোপানো হয়।

এ ঘটনায় রোববার রাতে মামলা হলে চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠায়।

আরও খবর

Sponsered content